ইন্টারনেটে বই নিয়ে বাংলাভাষায় তেমন কার্যক্রম চোখে পড়ে না। বই নিয়ে বাঙালিদের যাবতীয় কার্যক্রম পিডিএফ শেয়ার করার মধ্যেই সীমাবদ্ধ। বিভিন্ন সাহিত্যপত্রিকা ও খবরের পত্রিকাগুলো বই বিষয়ক আলোচনাকে একটি অপাংক্তেয় বিষয় মনে করে। ফলে মূল পাতার মূল পংক্তিতে বইয়ের জায়গা কোনদিন হয় না। যদি কোন পত্রিকা বইয়ের খবরকে প্রকাশযোগ্য মনে করে, তাহলে তার জায়গা হয় কোন এক সাব ক্যাটাগরিতে।
২০০৩ সালের ২ অক্টোবর শুরু হয় 'বিডিনভেলস' নামে বাংলা উপন্যাস আলোচনার একটি ওয়েবসাইট। কিন্তু সেটা বহুদিন থেকে আপডেট করা হচ্ছে না। ২০১০ সালের দিকে অনলাইনে বাংলাভাষায় প্রথম 'পাঠাগার' নামে বই আলোচনার একটি ব্লগ প্রকাশিত হয়েছিল। সেটি অনিয়মিত হয়ে যাওয়ার পর বইকে প্রধান আলোচ্য ধরে আর কোন অনলাইন কার্যক্রম চালু ছিল না। পরবর্তীতে ২০১৮ সালের জানুয়ারি মাসের ০১ তারিখ থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে বাংলা ভাষায় বইকে প্রাধান্য দিয়ে আলোচনার একমাত্র ওয়েবসাইট 'গ্রন্থগত'।
কাগজে ছাপানো পত্রিকা হিসেবে ৯০ এর দশকে ঢাকা থেকে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে 'বই' নামে পত্রিকা বের হত। পশ্চিম বঙ্গ থেকে 'বইয়ের দেশ' এবং 'বাংলা বই' নামে কয়েকটি বই বিষয়ক পত্রিকা ২০০০ সালের পরবর্তী সময়ে চোখে পড়ত। 'ছাপাখানার গলি' নামের একটি বই আলোচনা বিষয়ক পত্রিকা ২০০৪ সাল থেকে ভারতের মুর্শিদাবাদ থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে প্রকাশ হয়ে চলেছে। ২০১৯ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত হয় 'এবং বই' নামে একটি বইকেন্দ্রিক ম্যাগাজিন। এমতাবস্থায় ইন্টারনেটে বই বিষয়ক সক্রিয়তাকে আরও বেশি ছড়িয়ে দিতে জন্ম হয়েছে 'বইপত্র' ব্লগের। বই নিয়ে বাঙালি জনগোষ্ঠী আরও উৎসাহিত হোক, অনলাইনে আরও বেশি বই বিষয়ক ব্লগ বা ওয়েবসাইট তৈরি হোক এই প্রত্যাশা করি।
পছন্দের বিষয় খোঁজ করুন।
অভিধান ; ইতিহাস; কিশোর ; জীবনী ; প্রবন্ধ; বিজ্ঞান ; সম্পাদকীয় ; ভ্রমণ ; সাহিত্য ; সাহিত্যতত্ত্ব